প্রতি অমাবস্যার সন্ধ্যায় ঢাকার বিভিন্ন মন্দিরে নজরুলের “শ্যামাসঙ্গীতের আসর”

30 January 2023

প্রতি অমাবস্যার সন্ধ্যায় ঢাকার বিভিন্ন মন্দিরে নজরুলের “শ্যামাসঙ্গীতের আসর”

নজরুলের উদার ও অসাম্প্রদায়িক চেতনা জাতি-ধর্ম নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে দিতে বাঁশরী ২০১৬ সালের শুরু থেকে প্রতি অমাবস্যার সন্ধ্যায় ঢাকার বিভিন্ন মন্দিরে নজরুলের “শ্যামাসঙ্গীতের আসর”- এর আয়োজন করেছে।

সাম্যের কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সম্প্রীতির অন্যতম প্রধান একজন অগ্রদূত। নিজে মুসলিম সম্প্রদায়ের হওয়া সত্ত্বেও তিনি হিন্দু সম্প্রদায়েরর শ্যামা সঙ্গীত রচনা করে সম্প্রীতির এক বিরলতম দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি যেমন ইসলামি সঙ্গীত, হামদ, নাত, গজল রচনা করেছেন, তেমনি ধর্মীয় গোঁড়ামি ও সাম্প্রদায়িক সংকীর্ণতার বলয় থেকে মুক্ত থেকে অবলীলায় রচনা করেছেন হিন্দুদের চমৎকার সব শ্যামা সঙ্গীত ও দুর্গা সঙ্গীত। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল উপাসনালয়ে অমাবস্যার রাতে শ্যামাসংগীতের কয়েকটি আসর নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়। ২০১৮ সালের নভেম্বর থেকে সীতাকুণ্ডের ভবানী মন্দিরে প্রতিদিন দুপুরে “মাতৃসঙ্গীতের আসর” অনুষ্ঠিত হয়। শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে “সম্প্রীতির কবি কাজী নজরুল ইসলাম বিরচিত শ্যামা সঙ্গীত” শিরোনামে বাড্ডা জাগরণী সংসদ, দক্ষিণ বাড্ডা, ঢাকায় ২৭ অক্টোবর ২০১৯ তারিখে রবিবার, সন্ধ্যা ৮.৩০ টায় জাগ্রত সমাজ (জাস) ও বাঁশরী- একটি নজরুল চর্চা কেন্দ্র'র যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাঁশরীর শিল্পী সিদ্ধার্থ গোলদার, দীপান্তিকা গোলদার, সঙ্গীতা পাল, আশীষ কুমার শীল প্রমুখ।